Due to an overwhelming response we are closing the registration for Talent Hunt Competition. Online Submission for video is extended till 19th January 2025.

অত্যাধিক সাড়া পাওয়ার কারণে, ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ২০২৫-এর জন্য রেজিস্ট্রেশন বন্ধ করা হচ্ছে। প্রতিযোগিতার ভিডিও অনলাইনে জমা দেওয়ার জন্য শেষ তারিখ ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

REGISTRATION CLOSED FOR TALENT HUNT COMPETITION !

Guidelines

  1. "প্রতিভার সন্ধানে" প্রতিযোগিতা এ বছর অনলাইন/অফলাইন দুটি পদ্ধাতি তে অনুষ্ঠিত হবে
  2. প্রতিযোগিতা র আবেদনপত্রের জন্য লগ ইন করুন https://www.tridhara.org| অনলাইন এ আবেদনপত্র পূরণ এর সময়ে নিজের বয়স অনুযায়ী বিভাগ নির্বাচন করুন তারপর বর্ণিত বিষয় গুলির মধ্যে আপনার বিষয় নির্বাচন করে আবেদন পত্রটি ভালো করে পড়ে অনলাইন এ জমা করুন। জমা করার পর "পেমেন্ট লিংক" এর মাধ্যমে আপনার প্রবেশ মূল্য জমা দিন| এরপর আপনি আপনার মোবাইল ও ইমেইল এ "এনরোলমেন্ট নম্বর" পাবেন। অফলাইন এ নথিভুক্ত করার জন্য "ত্রিধারা ক্লাব প্রাঙ্গন এ 20শে ডিসেম্বর 2024 থেকে ১৫ এ জানুয়ারী 20২5 পর্যন্ত বিকেল 4 তে থেকে 7 টার মধ্যে যোগাযোগ করুন।"
  3. প্রতিযোগিতার প্রবেশ মূল্য প্রতি বিষয় পিছু ৫০ টাকা। ১ জন প্রতিযোগী সর্বাধিক 2 টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। একটি প্রবেশপত্র একটি বিষয়ের জন্য প্রযোজ্য। সকল প্রতিযোগী কে প্রবেশ পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রতিযোগিতা শুরুর ১ ঘন্টা আগে আসতে হবে।
  4. "প্রতিভার সন্ধানে" রেজিস্ট্রেশন 15.01.2025 তারিখে বন্ধ হয়ে যাবে| প্রতিযোগিতার ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ১৯ শে জানুয়ারী ২০25 রাত ৮ টা পর্যন্ত।
  5. আপনার ভিডিও টি "landscape mode" এ তৈরী করবেন এবং আপনার ভিডিওটি জমা দেওয়ার সময়ে আপনার এনরোলমেন্ট নাম্বার উল্লেখ করে Google Drive এ সেভ করুন এবং Video Link টি tridharaakalbodhan1947@gmail.com এ পাঠিয়ে দিন। Video টি Download-এর অনুমতি অবশ্যই দিতে হবে।
  6. বিশিষ্ট শিল্পীদের নিয়ে গড়া বিচারকমণ্ডলীর রায় চূড়ান্ত বলে ধার্য্য হবে।
  7. প্রতিযোগিতার ফলাফল জানবার জন্য আগামী 3 রা ফেব্রুয়ারী "t2""আজকাল" দৈনিক সংবাদ পত্রে লক্ষ্য রাখুন অথবা লগইন করুন www.tridhara.org
  8. আগামী 3 রা ফেব্রুয়ারী 2025 প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ত্রিধারা ক্লাব প্রাঙ্গনে সন্ধ্যা ৬ টা থেকে। প্রত্যেক প্রতিযোগী কে অংশগ্রহণ করার জন্য E-Certificate প্রদান করা হবে। E-Certificate Download করার জন্য লগইন করুন www.tridhara.org এবং "Download option" এ গিয়ে আপনার "Enrollment Number" দিয়ে আপনার সার্টিফিকেট টি গ্রহণ করুন।
  9. প্রথম 3000 আবেদনকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শর্তাবলী প্রযোজ্য

প্রতিযোগিতার বিভাগ, বিষয় এবং সময়সীমা

বিভাগ : "ক" বিভাগ: ৫ থেকে ৯ বছর / "খ" বিভাগ: ৯ থেকে ১৩ বছর / "গ" বিভাগ : ১৩ থেকে ১৬ বছর / "ঘ" বিভাগ: ১৬ এবং তার উর্ধে

বিষয়:

  1. সঙ্গীত: রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, অতুলপ্রসাদী, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি, আধুনিক গান, লোকসংগীত
    সময়সীমা: প্রতি বিষয় ও প্রতি বিভাগের জন্য ধার্য সময় ৩ মিনিট
  2. শাস্ত্রীয় নৃত্য: কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, মনিপুরী ,গৌড়ীয় নৃত্য
    সময়সীমা: "ক বিভাগ": ৩ মিনিট / "খ বিভাগ" : 4 মিনিট / "গ বিভাগ" : ৬ মিনিট / "ঘ বিভাগ" : 7 মিনিট
  3. অন্যান্য নৃত্য: রবীন্দ্র নৃত্য, আধুনিক নৃত্য, লোক নৃত্য
    সময়সীমা: প্রতি বিষয় ও প্রতি বিভাগের জন্য ধার্য সময় ৩ মিনিট
  4. আবৃত্তি: সময়সীমা - ৩ মিনিট
  5. তবলা: শাস্ত্রীয় নৃত্যের সময় সীমা এই বিষয়ের জন্য ধার্য হবে
  6. প্রতিযোগিতা প্রাঙ্গনে তবলা, তবলচি ও হারমোনিয়াম এর ব্যবস্থা থাকবে | কোনোরূপ বাইরের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ |
  7. নৃত্য বিভাগের অংশগ্রহনকারীদের জন্য গ্রীন রুম এর ব্যবস্থা থাকবে |